চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের বৈধ অধিকার ও স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করা হবে: চীনা মুখপাত্র
2021-12-17 17:46:01

ডিসেম্বর ১৭: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের সরকার দেশের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান ও কোম্পানির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় সম্ভাব্য সবকিছু করবে।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে  চীনের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান ও কোম্পানির বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা গ্রহণ করে যাচ্ছে, যা বর্তমানে উন্মাদনা ও নীতিহীনতার পর্যায়ে পৌঁছেছে। মার্কিন পদক্ষেপ বাজার অর্থনীতির নীতিমালা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও বাণিজ্যিক বিধিরও পরিপন্থি।  

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্তে চীন খুবই অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এহেন আচরণের বিরোধিতা করে। যুক্তরাষ্ট্রকে অবিলম্বে নিজের ভুল সংশোধন করার তাগিদও দেয় চীন। (জিনিয়া/আলিম/শুয়েই)