থাইল্যান্ডের হাসপাতালে প্রথম ৫জি প্রযুক্তি ব্যবহারে সাহায্য করেছে চীনা প্রতিষ্ঠান
2021-12-17 19:09:10

ডিসেম্বর ১৭: চীনের হুয়াওয়েই থাইল্যান্ড শাখা গতকাল (বৃহস্পতিবার) সেদেশের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন সিরিরাজ হাসপাতাল এবং থাইল্যান্ডের রাষ্ট্রীয় বেতার ও টেলিযোগাযোগ কমিশনের সঙ্গে যৌথভাবে সিরিরাজ হাসপাতালে ৫জি প্রযুক্তি চালু করে।  

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা, থাইল্যান্ডের ডিজিটাল অর্থনীতি ও সমাজমন্ত্রী, থাইল্যান্ডে চীনা রাষ্ট্রদূত হান চি ছিয়াং এবং হুয়াওয়েইর প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

থাই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন, এই প্রকল্প থাইল্যান্ডের চিকিত্সা খাতে ৫জিসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ত্বরান্বিত করার প্রথম ধাপ। এতে রোগীরা আরও ভালো চিকিত্সাসেবা পাবে এবং চিকিত্সকদের কাজও আগের চেয়ে সহজ হবে।

চীনা রাষ্ট্রদূত হান চি ছিয়াং অনুষ্ঠানে বলেন, চীন ও থাইল্যান্ডের মধ্যে ৫জি খাতের সহযোগিতা ইতোমধ্যে আঞ্চলিক দৃষ্টান্তে পরিণত হয়েছে। ভবিষ্যতে চীন ও থাইল্যান্ড বুদ্ধিমান চিকিত্সাব্যবস্থা খাতে আরও বেশি সহযোগিতা করবে। (ফেই/আলিম)