‘আইএইএ-র উচিত ইরানের আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করা’
2021-12-17 15:47:37

ডিসেম্বর ১৭: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র উচিত ইরানের আণবিক শক্তি সংস্থার সাথে সহযোগিতার ভিত্তিতে কারাজ অঞ্চলের পরমাণু স্থাপনায় পর্যবেক্ষণ-ক্যামেরা বসানো। গতকাল (বৃহস্পতিবার) ইরানের আণবিক শক্তি সংস্থার একজন মুখপাত্র এ কথা বলেন।

    মুখপাত্র বলেন, শুধু পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষার পর কারাজ অঞ্চলের পরমাণু স্থাপনায় পর্যবেক্ষণ-ক্যামেরা বসাতে দেবে ইরান। এ ছাড়া, আইএইএ’র প্রযুক্তিবিদদেরকে সম্ভাব্য পর্যবেক্ষণ-ক্যামেরা সম্পর্কে ইরানের নিরাপত্তা-বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তরও দিতে হবে। (প্রেমা/আলিম/রুবি)