মার্কিন বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের বিচার হতে হবে: চীনা মুখপাত্র
2021-12-17 18:48:49

ডিসেম্বর ১৭: আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, বিশ্বব্যাপী মার্কিন বাহিনী যেসব নির্বিচার হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচার হতে হবে; তাদেরকে জবাবদিহি করতে হবে।

তিনি বলেন, বিশ্বজুড়ে মার্কিন বাহিনীর আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ও নির্বিচার হত্যাযজ্ঞের বিষয় তদন্ত করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীন আহ্বান জানায়। মার্কিন বাহিনীর অপরাধ বিচারের মাধ্যমে বিভিন্ন দেশের জনগণ, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের জনগণের মানবাধিকার নিশ্চিত হতে পারে।

মুখপাত্র আরও বলেন, মার্কিন সৈন্যরা আফগানিস্তানের নিরীহ লোকজনকে হত্যা করেছে, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া যাবে না; অথচ যারা এ সত্য প্রকাশ করেছে, তাদেরকে শাস্তি পেতে হবে। এটাই হচ্ছে তথাকথিত মার্কিন গণতন্ত্র ও মানবাধিকারের আসল রূপ। (লিলি/আলিম/শুয়ে)