মার্কিন রাজনীতিকের ‘সিনচিয়াং কৌশল’ নিশ্চয় ব্যর্থ হবে: সিএমজি সম্পাদকীয়
2021-12-17 20:09:26

মার্কিন রাজনীতিকের ‘সিনচিয়াং কৌশল’ নিশ্চয় ব্যর্থ হবে: সিএমজি সম্পাদকীয়_fororder_rui

ডিসেম্বর ১৭: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) মার্কিন সিনেটে তথাকথিত ‘উইগুর জাতির বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ প্রস্তাব’ গৃহীত হয়। এটা ‘বাধ্যতামূলক শ্রমের’ অজুহাতে সিনচিয়াংয়ের পণ্যকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে বাধা দেওয়ার অপচেষ্টা মাত্র। পাশাপাশি, এটা মার্কিন রাজনীতিকের মানবাধিকারের অজুহাতে চীনের উন্নয়নকে প্রতিরোধের অপচেষ্টার বহিঃপ্রকাশও বটে।

সিনচিয়াংয়ে বাধ্যতামূলক শ্রমের অস্তিত্ব আছে কি? স্থানীয় জনগণ তা বলতে পারেন। সম্প্রতি আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বেশ কয়েকজন সিনচিয়াং নাগরিক তাদের পরিশ্রমের মাধ্যমে অর্জিত সুখী জীবনের গল্প বলেছেন। এ থেকে জানা যায়, সিনচিয়াংয়ে অথবা দেশের অন্য যেকোনো প্রদেশে সিনচিয়াংয়ের মানুষেরা পরিশ্রমের মাধ্যমে সুখী জীবন অর্জন করতে পারেন, যা খুব  স্বাভাবিক ব্যাপার। তবে মার্কিন রাজনীতিক এই বিষয়ে বার বার মিথ্যা ছড়াচ্ছে। এর কোনো প্রমাণ নেই।

যে কোনো মিথ্যা এবং রাজনৈতিক কৌশল সিনচিয়াংয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। যুক্তরাষ্ট্রের রাজনীতিক কিন্তু বার বার চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আসছে। কিন্তু এ অপচেষ্টা নিশ্চয় ব্যর্থ হবে।  (শুয়েই/আলিম/লিলি)