বাংলাদেশের অর্ধেক মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন
2021-12-17 17:54:30

বাংলাদেশের অর্ধেক মানুষ প্রথম ডোজ টিকা পেয়েছেন_fororder_3.jpg

ঢাকা, ডিসেম্বর ১৭: এখন পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এ কথা জানা।

 

অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, এ পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ৫০ দশমিক পাঁচ-তিন শতাংশ মানুষ। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ২৫ দশমিক ছয়-আট শতাংশ মানুষ।  

 

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সারা বাংলাদেশে টিকাদান কার্যক্রম শুরু হয়। ১৮ বছরের উর্ধ্বে যেকেউ করোনা টিকা নিতে পারেন। এ টিকার আওতায় এসেছে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরাও।

 

ঐশী/সাজিদ