বিআরআই-এর আওতায় ১৪৫টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চীনের চুক্তি
2021-12-17 15:43:47

ডিসেম্বর ১৭: ‘এক অঞ্চল, এক পথ’ (বিআরআই) উদ্যোগের আওতায় চীন এখন পর্যন্ত ১৪৫টি দেশ ও ৩২টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে। গতকাল (বৃহস্পতিবার) চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মুখপাত্র মেং ওয়ে বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি চীন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় মধ্য-আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি-বিসাউ, ইরিত্রিয়া, বুরকিনা ফাসো, ও সাও টোমে অ্যান্ড প্রিন্সেপের সঙ্গে সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে। এ নিয়ে এ ধরনের সহযোগিতাচুক্তির সংখ্যা দাঁড়ালো ২০০টিতে।

মেং ওয়ে জানান, গত ১৩ ডিসেম্বর চীন ও আফ্রিকান ইউনিয়নের মধ্যে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট সমন্বয়ব্যবস্থার প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় দু’পক্ষ মহামারী প্রতিরোধ, খাদ্যশস্য, জ্বালানি, অবকাঠামোসহ নানান বিষয় নিয়ে আলোচনা করে এবং একটি স্মারকলিপি স্বাক্ষর করে। (শিশির/আলিম/রুবি)