সমুদ্রে পারমাণবিক বর্জ্য নিক্ষেপ শুধু জাপানের নিজের বিষয় নয়: চীনা মুখপাত্র
2021-12-16 14:19:18

ডিসেম্বর ১৬: ফুকুশিমা পারমাণবিক শক্তিকেন্দ্রের বর্জ্য সমুদ্রে ফেলা শুধু জাপানের একার বিষয় নয় এবং জাপান এ ব্যাপারে একতরফা কোনো সিদ্ধান্তও নিতে পারে না। গতকাল (বুধবার) বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান।

তিনি বলেন, জাপানের উচিত প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের উদ্বেগকে আমলে নেওয়া এবং সামুদ্রিক পরিবেশ ও মানবজাতির স্বাস্থ্যের প্রতি নিজের দায়িত্ব পালন করা। জাপানকে সমুদ্রে পারমাণবিক বর্জ্য নিক্ষেপের ভুল সিদ্ধান্ত পরিত্যাগ করতে হবে।

চাও লি চিয়ান বলেন, খোদ জাপানি গবেষকদের গবেষণায় প্রমাণিত হয়েছে যে, ফুকুশিমার পারমাণবিক বর্জ্য প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, এমনকি বিশ্বের সকল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। এখন যদি পরিকল্পনা অনুযায়ী জাপান আরও ১২ লক্ষাধিক টন পারমাণবিক বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করে, তবে বৈশ্বিক পরিবেশে এর নেতিবাচক প্রভাবের দায় সেদেশকেই বহন করতে হবে।  

উল্লেখ্য, জাপান সামুদ্রিক গবেষণা ও উন্নয়ন সংস্থার এক গবেষণার ফল অনুসারে, ২০১১ সালে ফুকুশিমা পারমাণবিক শক্তিকেন্দ্রের দুর্ঘটনার পর সমুদ্রে যে-তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল, তার একটি অংশ ৮ বছর পর আর্কটিক মহাসাগরে পৌঁছায়। (শিশির/আলিম/রুবি)