‘গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে বিপর্যয় ঘটিয়েছে’
2021-12-16 17:45:55

ডিসেম্বর ১৬: গণতন্ত্র ও মানবাধিকারের অজুহাতে বিভিন্ন দেশে আগ্রাসন চালিয়ে যুক্তরাষ্ট্র সেসব দেশে বিপর্যয় ঘটিয়েছে। সম্প্রতি চীনের চিলিন বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার গবেষণা কেন্দ্র থেকে প্রকাশিত ‘যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বৈশ্বিক মানবাধিকারে অচলাবস্থা’ শীর্ষক প্রতিবেদনে এ মন্তব্য করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র গণতন্ত্র, স্বাধীনতা ও মানবাধিকার সম্পর্কে নিজের ঘোষিত অবস্থান থেকে সরে এসেছে। দেশটি ঘন ঘন এসব মূল্যবোধের অজুহাতে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তেক্ষেপ করেছে ও সেসব দেশের জন্য দুর্যোগ ডেকে এনেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র কিউবা, উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা জারি করে রেখেছে এবং সেসব দেশকে অর্থনৈতিক অচলাবস্থায় দিকে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আচরণ আন্তর্জাতিক শৃঙ্খলা নষ্ট করেছে, অর্থনীতির উন্নয়নে বাধা সৃষ্টি করেছে, এবং মানবিক বিপর্যয় ঘটিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে উন্নত দেশ হিসেবে, যুক্তরাষ্ট্রের উচিত, রাজনৈতিক খেলা ও আধিপত্যবাদী চিন্তাধারা পরিত্যাগ করে, মানবজাতির উন্নয়নে অবদান রাখা। (লিলি/আলিম/শুয়ে)