বাংলাদেশে বিজয়ের ৫০ বছর উদযাপন
2021-12-16 17:47:29

বাংলাদেশে বিজয়ের ৫০ বছর উদযাপন_fororder_3

ঢাকা, ডিসেম্বর ১৬: বর্ণিল ডিসপ্লে ও কুচকাওয়াজ, আলোচনা সভাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিজয় অর্জনের সুবর্ণজয়ন্ত্রী উদযাপন করছে বাংলাদেশ। এ দিন রাজধানী ঢাকাসহ সারা দেশে পালন করা হয় বিশেষ কর্মসূচি।

রাজধানী ঢাকার সড়ক ও বড় ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়। রংবেরং এর পতাকা ও জাতীয় পতাকায় সাজানো হয় পুরো শহর। প্রশাসনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনগুলোও নানা কর্মসূচি পালন করে।

বাংলাদেশের প্রতিটি জেলায় সরকারিভাবে এ দিনটি পালন করা হয়। তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা যুদ্ধে জীবন বিসর্জনকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়াসহ নানা আয়োজন করে বিভিন্ন পর্যায়ের সংগঠন। কোথাও কোথাও প্রশাসনের উদ্যোগে বের হয় বিজয় শোভাযাত্রা। এসব আয়োজনে স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেয়।

১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে বিজয় অর্জন করে বাংলাদেশ।

সাজিদ রাজু