যুক্তরাষ্ট্রে সিনচিয়াং ইস্যুতে বিল কার্যকর হলে পাল্টা জবাব দেবে বেইজিং: চীনা মুখপাত্র
2021-12-16 15:05:39

ডিসেম্বর ১৬: মার্কিন পার্লামেন্টে সিনচিয়াং ইস্যুতে গৃহীত বিল চীনের অভ্যন্তরীণ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ; বেইজিং এর দৃঢ় বিরোধিতা করে। যদি এ বিল চূড়ান্তভাবে কার্যকর হয়, তবে চীন পাল্টা জবাব দেবে। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বেইজিংয়ে নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

মুখপাত্র চাও বলেন, যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ সিনচিয়াং ইস্যু ব্যবহার করে চীন ও চীনের উন্নয়নকে দাবিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের অশুভ চক্রান্ত সফল হবে না। দেশের নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় চীনের সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন পার্লামেন্টে তথাকথিত ‘উইগুর বাধ্যতামূলক শ্রম প্রতিরোধ বিল’ গৃহীত হয় এবং অনুমোদনের জন্য প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়। (প্রেমা/আলিম/রুবি)