থাইল্যান্ড সফর বাতিল করে দেশে ফিরলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
2021-12-16 14:08:22

ডিসেম্বর ১৬: থাইল্যান্ডে নির্ধারিত সফর বাতিল করে দেশে ফিরেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্যাংককে মার্কিন দূতাবাস গতকাল (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, মন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে একজন কোভিডে আক্রান্ত হওয়ায় সফর বাতিলের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবারই মালয়েশিয়া থেকে ব্লিংকেনের থ্যাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।

এদিকে, মালয়েশিয়ায় মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, অ্যান্টনি ব্লিংকেনের সফরসঙ্গীদের একজনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে। ফলে, তিনি মালয়েশিয়ায় ব্লিংকেনের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকেননি।

বিবৃতিতে আরও বলা হয়, ব্লিংকেন ও অন্যান্য কর্মকর্তাদের কোভিড টেস্টের ফল নেগেটিভ হয়েছে। (শিশির/আলিম/রুবি)