যুক্তরাষ্ট্রের উচিত ফেন্টানাইলের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়া: চীনা মুখপাত্র
2021-12-16 19:01:33

যুক্তরাষ্ট্রের উচিত ফেন্টানাইলের অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়া: চীনা মুখপাত্র_fororder_汪文斌

ডিসেম্বর ১৬: মার্কিন সরকারের উচিত ফেন্টানাইল দমনের অজুহাতে চীনা ওষুধ কোম্পানিগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ না-করে, যুক্তরাষ্ট্রে ফেন্টানাইলের অপব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

তিনি বলেন, চীনের সরকার ফেন্টানাইলের অপব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। অথচ মার্কিন সরকার এ ব্যাপারে কোনো স্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি। চীনের ওষুধ কোম্পানির ওপর অযৌক্তিক নিষেধাজ্ঞা মাদকদমনে দু’দেশের সহযোগিতায় নেতিবাচক প্রভাব ফেলবে।

মুখপাত্র আরও বলেন, চীন সরকার সবসময় মাদক ইস্যুতে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলে এবং কঠোরভাবে বিভিন্ন মাদকদ্রব্য, মানসিক রোগের ওষুধের ব্যবহার নিয়ন্ত্রণ করে আসছে। এ ক্ষেত্রে চীনের সাফল্য বিশ্বব্যাপী প্রশংসিতও হচ্ছে।   

(লিলি/আলিম/শুয়ে)