বিভিন্ন দেশে ব্যবহৃত টিকার সংখ্যার মধ্যে ব্যাপক ব্যবধান আছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
2021-12-15 15:22:14

ডিসেম্বর ১৫: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত টিকার সংখ্যার মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে। তিনি গতকাল (মঙ্গলবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তেদ্রোস বলেন, বিশ্বের ৪১টি দেশ তাদের মোট লোকসংখ্যার ১০ শতাংশকেও এখন পর্যন্ত টিকা দিতে পারেনি। আর ৯৮টি দেশে ৪০ শতাংশের কম মানুষ কোভিড টিকা পেয়েছেন। টিকাদানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর না-হলে মহামারী থেকে রেহাই পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, গত ১০ সপ্তাহে কোভ্যাক্সের আওতায় সরবরাহকতৃ টিকার সংখ্যা ছিল বছরের প্রথম নয় মাসের চেয়ে বেশি। তবে কিছুসংখ্যক দেশ এখনও টিকাদানের ক্ষেত্রে পিছিয়ে আছে। হু এসব দেশের সাথে ঘনিষ্ঠ সহযোগিতা চালাচ্ছে। (লিলি/আলিম/শুয়ে)