প্রথম তিন প্রান্তিকে মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ৯.৭ শতাংশ বেড়েছে
2021-12-15 14:39:52

ডিসেম্বর ১৫: চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন প্রান্তিকে জাতীয় মাথাপিছু নিষ্পত্তিযোগ্য আয় ছিল ২৬ হাজার ২৬৫ ইউয়ান। যা গত বছরের একই সময়ের তুলনায় ৯.৭ শতাংশ বেড়েছে।

 

এ ছাড়া প্রথম তিন প্রান্তিকে জাতীয় মাথাপিছু মজুরি ছিল ১৪ হাজার ৯১৭ ইউয়ান। শ্রম-মজুরির স্থিতিশীল বৃদ্ধি অধিবাসীদের আয় বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 

প্রথম তিন প্রান্তিকে অর্থনীতি নিরন্তর বৃদ্ধি হয়েছে, কর্মসংস্থানের অগ্রাধিকার নীতি ধারাবাহিকভাবে জোরালো হয়েছে। বাজারে শ্রমের চাহিদা বাড়েছে। এ ছাড়া বিভিন্ন ব্যবস্থা মিলিয়ে অধিবাসীদের মজুরি আয় স্থিতিশীলভাবে বেড়েছে।

(প্রেমা/তৌহিদ/রুবি)