বাস্তব আচরণের মাধ্যমে আফগান জনগণের সাময়িক অসুবিধা দূর করবে চীন
2021-12-15 14:02:14

ডিসেম্বর ১৫: চীন অব্যাহতভাবে আফগানিস্তানকে জরুরি মানবিক সাহায্যের মাধ্যমে আফগান জনগণের সাময়িক অসুবিধা কাটিয়ে তুলবে। গতকাল (মঙ্গলবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, দেশটির বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ও আন্তরিক বন্ধু হিসেবে চীন সবসময় দেশটির শান্তি পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য যথাসাধ্য সমর্থন দিয়ে আসছে।

তিনি আরও বলেন, চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে দেশটির জনগণকে সাহায্য করবে। গত প্রায় দু’মাসে হাজারের বেশি টন আফগান পাইন বাদাম ‘পাইন বাদাম এয়ার করিডোরের’ মাধ্যমে চীনে তা বিক্রি করা হয়েছে। এতে আফগানিস্তানের সামাজিক শৃঙ্খলা স্থিতিশীল হয়েছে। দেশটির পরিস্থিতি স্থিতিশীল ও নিরাপদ হবার পর দেশটির সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধারে সহযোগিতা চালাতে এবং দেশটির উন্নয়নে সাহায্য করবে চীন।

(প্রেমা/তৌহিদ/রুবি)