জার্মান অর্থনীতিতে চীনা কোম্পানির ইতিবাচক অবদান আছে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
2021-12-15 15:37:36

ডিসেম্বর ১৫: জার্মানির চীনা বণিক সমিতি ১৩ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে- কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ ও কোম্পানির সামাজিক দায়িত্ব পালনসহ নানা ক্ষেত্রে জার্মানিতে চীনা কোম্পানিগুলো ইতিবাচক অবদান রেখেছে। জার্মানিতে চীনা কোম্পানির নিয়োগ দেওয়ার কর্মীর ৯৩ শতাংশই স্থানীয় মানুষ। ৩৫০টি কোম্পানি মোট ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে। ৭০ শতাংশ চীনা কোম্পানি আগামীতে ৩ থেকে ৫ বছরের জন্য বিনিয়োগ বাড়ানো হবে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (মঙ্গলবার) বলেন, চীন ও জার্মানির সহযোগিতা উভয়ের জন্য কল্যাণকর এবং দু’দেশের জনগণ সরাসরি এ থেকে উপকৃত হয়েছে। করোনা মহামারির মধ্যে গত বছর চীন ও জার্মানির বাণিজ্যিক বৃদ্ধি হয়েছে এবং গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তা আগের বছরের তুলনায় ১৫.৯ শতাংশ বেড়েছে।

বর্তমানে জার্মানিতে ২০০০ চীনা কোম্পানি ও চীনে ৭০০০-এর বেশি জার্মান কোম্পানি আছে।  দু’দেশের উচিত্ পরস্পরের জন্য উন্মুক্ত করা। মুখপাত্র ওয়াং বলেন, চীনা আশা করে, জার্মানি অব্যহতভাবে চীনা কোম্পানির জন্য বৈষম্যহীন ব্যবসার পরিবেশ তৈরি করবে এবং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক সহযোগিতার স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়ন এগিয়ে নেবে।(শিশির/তৌহিদ/রুবি)