বেলারুশ সীমান্তে শরণার্থী সংকট নিয়ে রুশ ও ফরাসি প্রেসিডেন্টের ফোনালাপ
2021-12-15 11:34:00

ডিসেম্বর ১৫: গতকাল (মঙ্গলবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফরাসি প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাকখোঁর মধ্যে ফোনালাপ হয়েছে। দু’নেতা বেলারুশ ও ইইউ’র বিভিন্ন সদস্যদেশের সঙ্গে সীমান্ত এলাকার শরণার্থী সংকট এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে।

ক্রেমলিন প্রাসাদের ওয়েবসাইট সূত্র জানায়, ফোনালাপে পুতিন বলেছেন, পোল্যান্ড ও বাল্টিক সাগরীয় দেশগুলো শরণার্থীদের অধিকার সংরক্ষণ করে নি, তাই মানবিক আইন অনুসারে বেলারুশ ও ইইউ’র সীমান্ত এলাকায় জমে থাকা শরণার্থী সংকট সমাধান করা প্রয়োজন। ইইউ ও বেলারুশের সরাসরি আলোচনায় সমর্থন দেন তিনি।

 

ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিন বলেন, কিছু পাশ্চাত্য দেশের চক্রান্তে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি উত্তেজনাময় হয়ে উঠেছে। ইউক্রেনের আধুনিক অস্ত্র জোরদার করা রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি।

ম্যাকখোঁ ফোনালাপে ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতার ওপর জোর দেন এবং নাকা ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

 

উল্লেখ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যের শরণার্থীরা বেলারুশ থেকে পোল্যান্ড ও লিথুয়ানিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশে প্রবেশ করার চেষ্টা করেছে। পোল্যান্ড সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ কঠোর করেছে, ফলে ব্যাপক শরণার্থী সীমান্ত এলাকায় জমেছে গেছে। বেলারুশকে এ জন্য দায়ী করেছে পোল্যান্ড।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)