কপ-২৬’র ফলাফল কার্যকর করার আহ্বান জানায় চীন
2021-12-15 14:03:06

ডিসেম্বর ১৫: গতকাল (মঙ্গলবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই পিং জাতিসংঘ অর্থনীতি ও সমাজ পরিষদে ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কাঠামোগত কনভেনশন’ বা কপ-২৬ ইস্যুতে ভাষণ দেওয়ার সময় বিভিন্ন পক্ষকে কপ-২৬-এর সিদ্ধান্ত কার্যকর করে সবুজ নিম্ন-কার্বন উন্নয়ন জোরদার করার আহ্বান জানিয়েছেন।

 

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ওপর চীন অনেক গুরুত্ব দেয় এবং সবসময় দায়িত্বশীল মনোভাব নিয়ে ইতিবাচকভাবে বিশ্ব জলবায়ু প্রশাসনে অংশ নেয়। আগামী পদক্ষেপে বিভিন্ন পক্ষের উচিত সবুজ নিম্ন কার্বন উন্নয়ন জোরদার করা এবং দ্রুত জাতিসংঘের ২০৩০ সালের টেকসই উন্নয়ন কর্মসূচী কার্যকর করা।

 

তিনি আরও বলেন, চীন অব্যাহতভাবে বহুপাক্ষিক ব্যবস্থাকে সমর্থন দিয়ে গভীরভাবে বিশ্বের জলবায়ু প্রশাসন প্রক্রিয়ায় অংশ নিয়ে লক্ষ্যমাত্রা কার্যকর করার চেষ্টা করবে। এ ছাড়া, বিশ্ব উন্নয়নের উদ্যোগ কার্যকর করা, দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা গভীরতর করা এবং যৌথভাবে সবুজ ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ প্রতিষ্ঠা করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর জ্বালানির সবুজ নিম্ন-কার্বন উন্নয়নে সমর্থন দেবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)