সি চিন পিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ভিডিও-বৈঠক অনুষ্ঠিত
2021-12-15 19:19:57

সি চিন পিংয়ের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের ভিডিও-বৈঠক অনুষ্ঠিত_fororder_1

ডিসেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ভিডিও-বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন।

বৈঠকে সি চিন পিং বলেন, মাত্র এক মাস পর রুশ প্রেসিডেন্ট বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি ওই সময়ের জন্য গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। মহামারী-পরবর্তী সময়ে চীন-রাশিয়া সম্পর্কের নতুন অধ্যায় রচনা করতে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কাজ করে যেতে ইচ্ছুক বলেও জানান সি চিন পিং।

জবাবে পুতিন তাঁকে বেইজিং শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় সি চিন পিংকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সহযোগিতার প্রশ্নে রাশিয়া ও চীন বরাবরই পরস্পরকে সমর্থন দিয়ে আসছে।

পুতিন আরও বলেন, অলিম্পিক আন্দোলনের রাজনীতিকরণের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তাঁর দেশ। চীন একটি সর্বোচ্চ মানের চমত্কার শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। (জিনিয়া/আলিম/লিলি)