বিভিন্ন দেশে করোনা টিকাদানের হারে বড় ব্যবধান রয়েছে
2021-12-15 15:38:16

ডিসেম্বর ১৫: মঙ্গলবার করোনা মহামারি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) নিয়মিত সাংবাদিক সম্মেলনে সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আহদানম বলেছেন, গত দশ সপ্তাহে কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে যে পরিমাণ টিকা পাঠানো হয়েছে, তা এ বছরের প্রথম নয় মাসের চেয়ে বেশি। তবে, কিছু দেশের টিকাদান কার্যক্রমে এখনও চ্যালেঞ্জ রয়েছে এবং করোনা টিকাদানের হারে বড় ব্যবধান রয়েছে।

মহাপরিচালক জোর দিয়ে বলেন, বিভিন্ন দেশে করোনাভাইরাসের টিকাদানের পরিমাণ কম। ৪১টি দেশে টিকাদানের হার ১০ শতাংশেরও কম। ৯৮টি দেশে ৪০ শতাংশের কম টিকা দেওয়া হয়েছে। টিকা বণ্টনে অসমতা দূর করার আহ্বান জানিয়েছেন মহাপরিচালক। তা নাহলে মহামারি শেষ হবে না বলে আশঙ্কা করেন তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)