যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীন কর্মপরিকল্পনা’ মূলত চীনকে দাবিয়ে রাখার হাতিয়ার: বেইজিং
2021-12-15 17:53:35

ডিসেম্বর ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়েন আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘চীন কর্মপরিকল্পনা’ মূলত চীনকে দাবিয়ে রাখার হাতিয়ারস্বরূপ।

মুখপাত্র বলেন, “আমরা সবাই জানি, প্রবাসী চীনারা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেদেশে প্রবাসী চীনাদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ হয়নি। আর এর কারণ, যুক্তরাষ্ট্রে চীনবিরোধী শক্তি চীন সম্পর্কে ব্যাপক মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে।”

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্রের উচিত জাতিগত বৈষম্যের গুরুতর সমস্যা সমাধান করা এবং প্রবাসী চীনাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষার জন্য পদক্ষেপ নেওয়া।  (জিনিয়া/আলিম/লিলি)