ভিডিও-বৈঠকে সি-পুতিন শুভেচ্ছা বিনিময়
2021-12-15 19:29:24

ভিডিও-বৈঠকে সি-পুতিন শুভেচ্ছা বিনিময়_fororder_3

ডিসেম্বর ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) বিকেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ভিডিও-বৈঠকে মিলিত হন। এসময় তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে প্রেসিডেন্ট সি চিন পিং বলেন: “প্রিয় প্রেসিডেন্ট পুতিন, আমার পুরানো বন্ধু, এই বছরের শেষে আপনার সাথে দ্বিতীয় বার ভিডিও-বৈঠক করতে পেরে আমি খুব খুশী। আমি হিসেব করে দেখলাম, ২০১৩ সাল থেকে এটা আমাদের ৩৭তম বৈঠক। সম্প্রতি আপনি বিভিন্ন উপলক্ষ্যে চীন-রাশিয়া সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন, দৃঢ়ভাবে চীনের মূল স্বার্থ রক্ষায় চীনকে সমর্থন দিয়েছেন, এবং চীন ও রাশিয়াকে আলাদা করার প্রচেষ্টার বিরোধিতা করেছেন। আমি এর প্রশংসা করি।”

সি আরও বলেন, চীন বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করা নিয়ে নতুন পরিকল্পনা করতে ইচ্ছুক। আর এর লক্ষ্য দু’দেশের টেকসই ও উচ্চ মানের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া।

এসময় প্রেসিডেন্ট পুতিন বলেন, চলতি বছর হলো ‘রাশিয়া-চীন সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ সহযোগিতাচুক্তি’ স্বাক্ষরের ২০তম বার্ষিকী। এর মেয়াদ ৫ বছর বাড়ানো হয়েছে। এটা রাশিয়া ও চীনা জনগণের মৈত্রী এবং পারস্পরিক বোঝাপড়ার প্রতীক। (জিনিয়া/আলিম/লিলি)