চীনা প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাক্ষাত্
2021-12-14 10:59:05

ডিসেম্বর ১৪: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (সোমবার) বেইজিং থেকে ভিডিও লিংকের মাধ্যমে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে বৈঠক করেছেন।

লি খ্য ছিয়াং বলেন, চীনে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক কর্মসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর অর্থনৈতিক কাজের মূল বিষয় হবে স্থিতিশীলতা। স্থিতিশীলতা বজায় রেখে অগ্রগতি অর্জন করতে হবে। স্থিতিশীল বৃদ্ধি, কাঠামোগত সমন্বয় এবং সংস্কার জোরদার করা হবে। বাজারে অংশগ্রহণকে কেন্দ্র করে সামষ্টিক অর্থনীতি সচল রাখা হবে। মাঝারি, ছোট ও মাইক্রো কোম্পানি এবং ব্যক্তিগত ব্যবসা ও আর্থিক সমর্থন জোরদার করা হবে। বিশ্ব ব্যাংকের সঙ্গে অর্থ ও তথ্যসহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে চীন। আন্তর্জাতিক উন্নয়ন সমিতির ২০তম আলোচনায় সমর্থন দেয় চীন। পাশাপাশি, বাস্তব কাজের মাধ্যমে বহুপক্ষবাদ ও বৈশ্বিক উন্নয়নে সমর্থন জানায় চীন।

(শিশির/তৌহিদ/রুবি)