যুক্তরাষ্ট্রের বিভাজননীতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফল হবে না: চীনা মুখপাত্র
2021-12-14 18:19:20

যুক্তরাষ্ট্রের বিভাজননীতি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফল হবে না: চীনা মুখপাত্র_fororder_汪文斌

ডিসেম্বর ১৪: যুক্তরাষ্ট্র বিভাজন ও বিচ্ছিন্নতাকে উস্কে দেওয়ার নীতি অনুসরণ করে যাচ্ছে। এ নীতি বিশ্বে অজনপ্রিয় এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ নীতি অচল। এশিয়া সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীনসংক্রান্ত অযৌক্তিক মন্তব্যের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন সম্প্রতি বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, একদিকে যুক্তরাষ্ট্র তথাকথিত ‘চীনা হুমকি’-র ভয় দেখাচ্ছে, অন্যদিকে চীনের সঙ্গে সংঘাতে যাওয়ার ইচ্ছা নেই বলে দাবি করছে। এমন স্ববিরোধী আচরণ দু’দেশের নেতাদ্বয়ের বৈঠকের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং তা এতদঞ্চলের দেশগুলোর কাছেও পাত্তা পাবে না।

মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের উচিত আসিয়ানকেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতার কাঠামোকে সম্মান করা এবং আদর্শিক লাইন নির্ধারণ করে পারস্পরিক বৈরিতা সৃষ্টি না-করা। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন ও আসিয়ানের দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার প্রশংসাও করা উচিত যুক্তরাষ্ট্রের।  (লিলি/আলিম/শুয়ে)