বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি সমর্থন দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া মহল
2021-12-14 11:29:05

ডিসেম্বর ১৪: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি সমর্থন দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

 

জানা গেছে, গত ১১ ডিসেম্বর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির উদ্যোগে অনলাইনে ‘দশম অলিম্পিক শীর্ষসম্মেলন’ আয়োজন করা হয়। আইওসি’র প্রেসিডেন্ট থমাস বাখ, আন্তর্জাতিক ক্রীড়া মহলের কর্মকর্তা এবং চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তা শীর্ষসম্মেলনে উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কে চীনা মুখপাত্র ওয়াং বলেন, কিছু দেশের সরকারি কর্মকর্তার শীতকালীন অলিম্পিক গেমসে অনুপস্থিতির বিষয়ে শীর্ষসম্মেলনের ঘোষণায় কথা বলা হয়েছে। ঘোষণায় অলিম্পিক গেমস ও ক্রীড়া খাতের রাজনীতিকরণের দৃঢ় প্রতিবাদ জানানো হয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে সমর্থন দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া সমাজ। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস নিয়ে রাজনৈতিক কারসাজি সফল হবে না বলে উল্লেখ করেন মুখপাত্র।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)