আফ্রিকান দেশগুলোকে আরও টিকা দেবে বেইজিং: চীনা মুখপাত্র
2021-12-14 17:21:05

ডিসেম্বর ১৩: চীন আফ্রিকার দেশগুলোতে দ্রুত আরও কোভিড টিকা সরবরাহ করবে এবং মহামারীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনে আফ্রিকাকে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। গতকাল (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

মুখপাত্র বলেন, চীন ও আফ্রিকার মধ্যে মহামারী প্রতিরোধে সহযোগিতা জোরদার করতে এবং ‘ইমিউন গ্যাপ’ দূর করতে আফ্রিকাকে দেয় টিকাসহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের মন্ত্রী পর্যায়ের অষ্টম সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি জানান, চীন আফ্রিকাকে আরও ১০০ কোটি ডোজ কোভিড টিকা দেবে। এর মধ্যে ৬০ কোটি ডোজ বিনামূল্যে দেওয়া হবে এবং বাকী ৪০ কোটি ডোজ চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলো ও সংশ্লিষ্ট আফ্রিকান দেশগুলো যৌথভাবে উত্পাদন করবে। (লিলি/আলিম/শুয়ে)