দেশের দারিদ্র্যবিমোচনে বিভিন্নভাবে ভূমিকা রেখেছে চায়না মিডিয়া গ্রুপ
2021-12-14 18:55:40

ডিসেম্বর ১৪: চায়না মিডিয়া গ্রুপ ২০২০ সাল থেকে সিছুয়ান প্রদেশের লিয়াংসান ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের সিদ্যে জেলাকে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে নানানভাবে সহায়তা করেছে।

২০২০ সাল পর্যন্ত, চায়না মিডিয়া গ্রুপ মোট ১ কোটি ৩০ লাখ ইউয়ানের সহায়তা দিয়েছে, দরিদ্র অঞ্চলের প্রায় ৬৭ কোটি ইউয়ানের কৃষিপণ্য ক্রয় করেছে, এবং দরিদ্র অঞ্চলের ৪ কোটি ৭২ লাখ ইউয়ান মূল্যের কৃষিপণ্য বিক্রি করতে সহায়তা করেছে। এর ফলে ২০২০ সালের নভেম্বর মাসেই সিদ্যে জেলা সফলভাবে দারিদ্র্যমুক্ত হয়।

২০২০ সাল থেকে চায়না মিডিয়া গ্রুপ রেডিও ও টেলিভিশন, নতুন মিডিয়া মোবাইল প্ল্যাটফর্মসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জনসেবাসংশ্লিষ্ট বিজ্ঞাপন তৈরি করে আসছে এবং জনকল্যাণমূলক লাইভ সম্প্রচারসহ বিভিন্ন কার্যক্রম চালু করে দেশের অর্থনীতির টেকসই উন্নয়নে সাহায্য করে আসছে। (জিনিয়া/আলিম/শুয়েই)