যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’-এর সমালোচনা করলেন বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞগণ
2021-12-14 17:28:16

ডিসেম্বর ১৪: সদ্যসমাপ্ত তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’-এর তীব্র সমালোচনা করেছেন বেশ কয়েকটি দেশের বিশেষজ্ঞগণ। তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে গণতন্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

বিশেষজ্ঞগণ আরও বলেন, তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ কেবল গণতন্ত্রের অজুহাতে বিচ্ছিন্নতা সৃষ্টি ও বৈরিতা উস্কে দেওয়ার অপপ্রচেষ্টা মাত্র। এ আচরণ অগণতান্ত্রিকও বটে।

জেনিভায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি গেন্নাদি গাতিলভ বলেন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করার সময় বিভিন্ন সংস্কৃতির বৈশিষ্ট্য ও বিভিন্ন সমাজের ঐতিহ্যবাহী মূল্যবোধসহ বিভিন্ন উপাদান বিবেচনায় রাখা উচিত।

তিনি আরও বলেন, নিজেকে ‘গণতন্ত্রের ঘাঁটি’ হিসেবে দাবি করা কোনো কোনো দেশ, স্নায়ুযুদ্ধের চিন্তাধারায় অবিচল থেকে, নিজের ‘গণতান্ত্রিক মানদণ্ড’ অন্য দেশের ওপর চাপিয়ে দিতে চাইছে, যা বিশ্বে বিদ্যমান মতভেদ গভীরতর করবে।

শ্রীলংকা-চীন মৈত্রী সমিতির সভাপতি আনান্দা গুনাতিলাকে বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী গণতন্ত্র ও মানবাধিকার ব্যাখ্যা করা অযৌক্তিক। যুক্তরাষ্ট্রের আয়োজিত তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলন’ হলো অন্য দেশের ওপর চাপ সৃষ্টি করার ষড়যন্ত্র। (লিলি/আলিম/শুয়ে)