তথাকথিত ‘গণতন্ত্র শীর্ষসম্মেলনের’ মাধ্যমে গণতন্ত্র ধ্বংসকারীর প্রকৃত চেহারা প্রকাশিত
2021-12-14 10:59:29

ডিসেম্বর ১৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন গতকাল (সোমবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, কথিত গণতন্ত্র শীর্ষসম্মেলন মার্কিন গণতন্ত্র-রক্ষীর মুখোশ ছিঁড়ে ফেলেছে এবং গণতন্ত্র ধ্বংসকারী যুক্তরাষ্ট্রের প্রকৃত চেহারা প্রকাশ করে দিয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের তথাকথিত গণতন্ত্র শীর্ষসম্মেলনের ওপর আন্তর্জাতিক সমাজ বেশি গুরুত্ব দেয়নি। বরং, মূলধারার মিডিয়াগুলো এর সমালোচনা করেছে। কিছু সম্পাদকীয়তে বলা হয়েছে- যুক্তরাষ্ট্র গণতন্ত্র নয় নিজের স্বার্থে এ সম্মেলন আয়োজন করেছে।

মুখপাত্র ওয়াং বলেন, বর্তমানে করোনা মহামারি, সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা জটিল ও কঠিন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। বর্তমানে কোনও দেশ একটি দেশের নিজস্ব মানদণ্ড অনুযায়ী গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় না, গণতন্ত্রের অজুহাতে অন্য দেশে আগ্রাসন চায় না, একতরফা অবরোধ ও সামরিক হস্তক্ষেপ চায় না। বিভিন্ন দেশের উচিত শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, গণতন্ত্র ও স্বাধীনতার ভিত্তিতে মানবজাতির অভিন্ন মূল্যবোধ প্রচার করা। জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক ও গণতন্ত্র এগিয়ে নেওয়া উচিত্‌।

(শিশির/তৌহিদ/রুবি)