চীনের গণতন্ত্র দেশের সবচেয়ে বেশি মানুষকে অন্তর্ভুক্ত করতে পারে: বিশেষজ্ঞের অভিমত
2021-12-14 18:34:15

ডিসেম্বর ১৪: মালয়েশিয়ার নতুন এশিয়া কৌশল গবেষণাকেন্দ্রের মহাপরিচালক সুই ছিং ছি বলেছেন, চীনের ‘গোটা প্রক্রিয়ায় জনতার গণতন্ত্র’ দেশের সবচেয়ে বেশি মানুষকে অন্তর্ভুক্ত করতে সক্ষম।

তিনি বলেন, এর মাধ্যমে চীনা জনগণ বিভিন্ন স্তরের গণতান্ত্রিক নির্বাচন, রাজনৈতিক আলোচনা, নীতি-প্রণয়ন এবং তত্ত্বাবধানসহ বিভিন্ন দৈনন্দিন রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারেন। এ কারণেই চীনা গণতন্ত্র কার্যকর।

তিনি আরও বলেন, চীন পশ্চিমা গণতন্ত্রের কাঠামোকে হুবহু গ্রহণ না-করে, নিজস্ব গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এ ব্যবস্থা চীনা বৈশিষ্ট্যসম্পন্ন। মানবজাতির রাজনৈতিক অগ্রগতির ধারায় এটা চীনের অবদান। (শুয়েই/আলিম/লিলি)