বাংলাদেশে হুয়াওয়ের সহায়তায় ৫জি সেবা চালু করল টেলিটক
2021-12-14 18:44:40

ডিসেম্বর ১৪: বাংলাদেশের টেলিকম অপারেটর টেলিটক, চীনের হুয়াওয়ে কোম্পানির সহায়তায়, সম্প্রতি রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৫জি পরিষেবা চালু করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গত রোববার ভিডিও-লিঙ্কের মাধ্যমে ‘৫জি নিউ এরা’ শীর্ষক অনুষ্ঠানে এ পরিষেবা আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন। এসময় এক ভিডিও-বক্তব্যে তিনি ৫জি নেটওয়ার্ক নির্মাণে অবদান রাখায় বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও হুয়াওয়ে কোম্পানিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে হুয়াওয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট লিন পো ফেং ভিডিও-লিঙ্কের মাধ্যমে দেওয়া এক বক্তৃতায় বলেন, হুয়াওয়ে বিশ্বের অনেক দেশকে অবকাঠামো খাতে সহযোগিতা দিয়েছে এবং সেসেব দেশে ৫জি প্রযুক্তি নিয়ে গেছে। তাঁদের কোম্পানি উন্নত প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশকে সহায়তা করে যাবে বলেও তিনি উল্লেখ করেন। (জিনিয়া/আলিম/শুয়েই)