শীতকে সামনে রেখে আফগানিস্তানে দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী পাঠালো চীন
2021-12-14 18:36:47

শীতকে সামনে রেখে আফগানিস্তানে দ্বিতীয় দফা ত্রাণসামগ্রী পাঠালো চীন_fororder_afuhan

ডিসেম্বর ১৪: শীতকালকে সামনে রেখে, আফগানিস্তানে দ্বিতীয় দফায় ত্রাণসামগ্রী পাঠিয়েছে চীন সরকার। গতকাল (সোমবার) আফগানিস্তানের রাজধানী কাবুলে ত্রাণসামগ্রী হস্তান্তরের একটি অনুষ্ঠানও আয়োজিত হয়। কাবুলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়ু এবং আফগান সরকারের শরণার্থীবিষয়ক ভারপ্রাপ্ত উপমন্ত্রী এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়াং ইয়ু বলেন, বর্তমানে আফগানিস্তান হাঙ্গামা থেকে সুশৃঙ্খলতার দিকে যাচ্ছে। এসময় দেশটির অর্থনীতি ও সমাজ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি। ভালো প্রতিবেশী, ভালো ভাই এবং ভালো অংশীদার হিসেবে চীন আফগান পরিস্থিতির ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। বর্তমানে শীত আসছে। এসময় চীনা জগনণ আফগান জনগণের জন্য শীতের ত্রাণসামগ্রী পাঠিয়েছে, যা মৈত্রীর প্রতীক।

তিনি আরও বলেন, চীন অব্যাহতভাবে পারস্পরিক সমানের ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার করবে, আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে সমর্থন যুগিয়ে যাবে, এবং দু’দেশের জনগণের সুন্দর জীবনের জন্য নিরলস প্রচেষ্টা চালাবে।  (শুয়েই/আলিম/লিলি)