‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশের সঙ্গে চীনের মোট বাণিজ্যের পরিমাণ ৯.২ ট্রিলিয়ন মার্কিন ডলার
2021-12-13 14:34:03

ডিসেম্বর ১৩: বিশ্ব বাণিজ্য সংস্থা বা ডাব্লিউটিও’তে যোগ দেওয়ার পর উন্মুক্তকরণের গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে ২০১৩ সালে চীন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ উত্থাপন করে। ৮ বছরে উদ্যোগটি পরিণত হয়ে উঠেছে। চীনের ‘এক অঞ্চল, এক পথ’ বরাবর দেশগুলোর মোট বাণিজ্যের পরিমাণ ৯.২ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই উদ্যোগ বরাবর দেশে চীনের অ-আর্থিক সরাসরি বিনিয়োগ ১৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। এই উদ্যোগ সংশ্লিষ্ট দেশে নতুন করে ২৭ হাজার প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে এবং বিনিয়োগের পরিমাণ ৬০ বিলিয়ন মার্কিন ডলার।

বিদ্যুত্ স্টেশন, সেতু, সড়ক ও রেলপথ, ট্রেন স্টেশন এবং অর্থনৈতিক করিডোরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প সুষ্ঠুভাবে এগিয়ে যাচ্ছে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের মান এবং সহযোগিতার মান আরও বাড়ছে। বর্তমান বিশ্বে সম্বর্ধনা আন্তর্জাতিক গণপণ্য এবং আন্তর্জাতিক সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

(প্রেমা/তৌহিদ/রুবি)