বিগ এয়ার শৌকাং ভেন্যুতে কৃত্রিম তুষার তৈরির কাজ শুরু
2021-12-13 11:03:37

ডিসেম্বর ১৩: গতকাল (রোববার) ভোরে ‘২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের’ স্নোবোর্ড ও ফ্রিস্টাইল স্কিইং প্রতিযোগিতার ভেন্যু- বিগ এয়ার শৌকাংয়ে কৃত্রিম তুষার তৈরির কাজ শুরু হয়েছে।

অন্যান্য শহরের তুলনায় বেইজিং শহরে দিনের বেলা তাপমাত্রা বেশি থাকে এবং রাতে তাপমাত্রা কমে যায়। এজন্য, রাত থেকে ভোর পর্যন্ত তুষার তৈরি করা সহজ হয়।

তুষার তৈরির প্রক্রিয়ার চারটি পর্যায় রয়েছে। এই ভেন্যুতে ১১,৫০০ ঘনমিটার তুষার তৈরি করা হবে।  ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত এই কাজ চলবে বলে ধারণা করা হচ্ছে।

(শিশির/তৌহিদ/রুবি)