আসন্ন সি-পুতিন ভিডিও-বৈঠক দু’দেশের পারস্পরিক আস্থা বাড়াবে: চীনা মুখপাত্র
2021-12-13 18:55:08

ডিসেম্বর ১৩: ১৫ ডিসেম্বর অনুষ্ঠেয় সি চিন পিং-ভ্লাদিমির পুতিন ভিডিও-বৈঠক চীন ও রাশিয়ার মধ্যে পারস্পরিক আস্থা আরও বাড়াবে এবং দু’দেশের কৌশলগত সহযোগিতার মান আরও উন্নত করবে। আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন এ কথা বলেন।

মুখপাত্র বলেন, আসন্ন ভিডিও-বৈঠকে নেতাদ্বয় সার্বিকভাবে চীন ও রাশিয়ার বর্তমান সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় অর্জিত সাফল্যের সারসংকলন করবেন, আগামী বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করবেন, এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মত বিনিময় করবেন। (লিলি/আলিম/শুয়ে)