নানচিংয়ের ধ্বংসযজ্ঞ কখনোই ভোলা যাবে না
2021-12-13 11:19:16

ডিসেম্বর ১৩: আজ (সোমবার) নানচিং গণহত্যায় নিহতদের স্মরণে চীনের অষ্টম জাতীয় শোক দিবস। ৮৪ বছর আগে আগ্রাসী জাপানি বাহিনী নানচিং দখল করে। মাত্র ৬ সপ্তাহে হানাদার বাহিনী তিন লাখ চীনা মানুষকে নৃশংসভাবে  হত্যা করে। হাজার বছরের বিখ্যাত নগরকে ‘জীবন্ত নরকে’ পরিণত করে জাপানি হানাদার সেনারা।

 

১৯৪৬ সালে টোকিও’র বিচার বিভাগ গণহত্যায় জড়িত অপরাধীদের শাস্তি দেয় ও ন্যায়বিচার নিশ্চিত করলেও, মানবজাতি তিন লাখ মানুষ হত্যার ভয়ঙ্কর ইতিহাস সবসময় মনে রাখবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)