জি-৭ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে: চীনা মুখপাত্রের অভিযোগ
2021-12-13 18:26:50

ডিসেম্বর ১৩: জি-৭ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে, যা অগ্রহণযোগ্য। সম্প্রতি জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীন-বিরোধী তত্পরতার জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (সোমবার) এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, হংকং, সিনচিয়াং, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন বিষয়ে চীনের অবস্থান বরাবরই স্পষ্ট। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে জি-সেভেনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।

ওয়াং ওয়েন পিন আরও বলেন, চীন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন সংশ্লিষ্ট দেশগুলোকে নিজ নিজ জনগণের জীবন বাঁচাতে ও তাদের স্বাস্থ্যের অধিকার সম্পর্কে আরও সচেতন হতে তাগিদ দেয়।

উল্লেখ্য, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভাপতি হিসেবে দেওয়া এক বিবৃতিতে জানান, গ্রুপের সভায় হংকং, সিনচিয়াং, তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরসহ চীনবিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।  (শুয়েই/আলিম/লিলি)