সিনচিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে চীনকে দাবিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র
2021-12-13 18:53:55

সিনচিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে চীনকে দাবিয়ে রাখতে চায় যুক্তরাষ্ট্র: মুখপাত্র_fororder_汪文斌

ডিসেম্বর ১৩: আজ (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বলেন, মিথ্যাচার ও ভূয়া তথ্যের ভিত্তিতে, সিনচিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে, যুক্তরাষ্ট্র আসলে চীনকে দাবিয়ে রাখতে চায়। এ ধরনের আচরণ চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের সামিল এবং আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থি। এতে দু’দেশের সম্পর্ক মারাত্মক ক্ষতির শিকার হচ্ছে।

চীন এর তীব্র বিরোধিতা করে।

ওয়াং বলেন, সিনচিয়াং একান্তই চীনের অভ্যন্তরীণ ব্যাপার। সিনচিয়াংয়ের উন্নয়ন সবর্জনবিদিত। সেখানে চীনের প্রশাসননীতি খোদ সিনচিয়াংবাসীর মন জয় করেছে। এ ইস্যুতে বাজে কথা বলার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। সিনচিয়াং ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ভূমিকার আসল উদ্দেশ্য সবাই বোঝে।

মুখপাত্র আরও বলেন, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষার প্রশ্নে চীন সরকার কখনও আপস করবে না। যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে সংশ্লিষ্ট ভুল সিদ্ধান্ত সংশোধন করা। তা না করা হলে, চীন শক্তিশালী পাল্টা জবাব দেবে। (লিলি/আলিম/শুয়ে)