দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত
2021-12-13 11:28:57

ডিসেম্বর ১৩: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়েছেন। গতকাল (রোববার) এ খবর দিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এদিন সকালে কেপ টাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডাব্লিউ দে ক্লার্ক স্মরণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর অসুস্থ হয়ে পড়েন রামাফোসা। কোভিড-১৯ পরীক্ষার পর তাঁর ভাইরাস সনাক্ত হয়। তবে বর্তমানে তিনি কিছুটা ভালো আছেন।

 

সরকারি বিবৃতিতে রামাফোসা জানান, তিনি চিকিত্সা গ্রহণ করছেন এবং আলাদা অবস্থায় আছেন। তাঁর সনাক্ত হওয়া দেশের সবার জন্য সতর্কতার ব্যাপার; দেশের নাগরিকদের উচিত দ্রুত কোভিড-১৯ টিকা গ্রহণ করা।

 

উল্লেখ্য, সম্প্রতি নাইজেরিয়া ও আইভরিকোস্ট-সহ পশ্চিম আফ্রিকার ৪টি দেশ সফর করেছেন রামাফোসা। দক্ষিণ আফ্রিকার সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, দেশটিতে কোভিড-১৯ সনাক্ত রোগীর সংখ্যা ৩১ লাখ ৬৭ হাজার ৪৯৭জন এবং মারা গেছে ৯০ হাজার ১৩৭জন।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)