নানচিং গণহত্যার স্মরণে জাতীয় পতাকা অর্ধ-নমিত
2021-12-13 11:04:28

ডিসেম্বর ১৩: আজ (সোমবার) সকাল ৮টায় নানচিং গণহত্যায় নিহতদের স্মারক হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ-নমিত করা হয়েছে। জাপানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের স্মরণে দেশব্যাপী শোক দিবস শুরু হয়েছে।

তিনজন সেনা স্মারক হলের কেন্দ্রে গার্ড-অব-অনার দিয়ে জাতীয় পতাকা নিয়ে আসেন। জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং সর্বোচ্চ স্থানে পৌঁছানোর কয়েক সেকেন্ড পর তা অর্ধ-নমিত করা হয়। এর মাধ্যমে নানচিং গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো হলো এবং চীনে জাতীয় শোক দিবসের কার্যক্রম শুরু হলো।

(শিশির/তৌহিদ/রুবি)