সিনচিয়াংয়ে ‘বাধ্যতামূলক শ্রম’ ইস্যুতে বিশেষ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
2021-12-13 14:33:16

ডিসেম্বর ১৩: গতকাল (রোববার) সিনচিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমুচি শহরে ‘বাধ্যতামূলক শ্রম’ ইস্যুতে বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও পণ্ডিতগণ এবং বিভিন্ন মহলের প্রতিনিধি সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণ স্বেচ্ছায় কর্মসংস্থান, শালীন কাজ, পরিশ্রমের অধিকার এবং প্রজননের অধিকার সুনিশ্চিত করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশের চীন-বিরোধী শক্তির সিনচিয়াংয়ের ‘বাধ্যতামূলক শ্রমের’ অভিযোগ খণ্ডন করেছেন।

সাংবাদিক সম্মেলনে উপস্থাপক বলেন, যুক্তরাষ্ট্র সিনচিয়াংয়ে ‘বাধ্যতামূলক শ্রমের’ অজুহাতে তুলা, টমেটো ও বস্ত্র শিল্পের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর লক্ষ্য হলো- সিনচিয়াংয়ে এসব গুরুত্বপূর্ণ খাত ধ্বংস করে সেখানকার স্থিতিশীল উন্নয়ন অগ্রাহ্য করার পাশাপাশি বিভিন্ন জাতির জনগণের অস্তিত্বের অধিকার, কর্মসংস্থানের অধিকার ও উন্নয়নের অধিকার নষ্ট করা।

 

দারিদ্র্যবিমোচন ও সিনচিয়াংয়ের পোশাক শিল্পের উন্নয়নে সহায়তা করার জন্য সিনচিয়াংয়ের পোশাক ডিজাইনার সমিতি দক্ষিণ সিনচিয়াংয়ে সংখ্যালঘু জাতির মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। ব্যক্তিগত দক্ষতা ও মান উন্নয়নের সঙ্গে সঙ্গে অনেকের আয় বেড়েছে এবং ‘একজনের কর্মসংস্থানের সুযোগে পুরো পরিবার দারিদ্র্যমুক্ত’ হয়েছে।

 

সিনচিয়াংয়ের বিভিন্ন স্থান ও বিভিন্ন খাতে শ্রমিকদের সুন্দর জীবন ও গুজব খণ্ডনের ভিডিও প্রকাশিত হয়েছে। বাস্তবতা প্রমাণ করেছে যে, সিনচিয়াংয়ের বিভিন্ন জাতির জনগণের শ্রম অধিকারের আইনগত বিষয় নিশ্চিত হয়েছে। তথাকথিত ‘বাধ্যতামূলক শ্রমের’ অভিযোগ ভিত্তিহীন।

(প্রেমা/তৌহিদ/রুবি)