বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে কিছু পশ্চিমা দেশের কর্মকর্তার অনুপস্থিত আচরণ সফল হবে না: জিম্বাবুয়ে কর্মকর্তা
2021-12-13 11:28:26

ডিসেম্বর ১৩: গত শনিবার জিম্বাবুয়ের তথ্যমন্ত্রী মোনিকা মুতসওয়াংওয়া হারারেতে সিনহুয়া বার্তা সংস্থায় দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে সমর্থন দেবে তাঁর দেশ। কিছু পশ্চিমা দেশের অলিম্পিক গেমস নিয়ে রাজনৈতিক আচরণের দৃঢ় প্রতিবাদ জানান তিনি।

 

তিনি বলেন, ক্রীড়া মানুষের জন্য উত্সাহব্যঞ্জক ও আনন্দের বিষয়; তাই রাজনীতিকরণ করা ঠিক না। কিছু পশ্চিমা দেশের কর্মকর্তাদের অনুপস্থিতি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসকে বাধা দিতে পারবে না।

তিনি আরও বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস কোভিড-১৯ মহামারী সংক্রমণের সময় আয়োজন করা হচ্ছে। তবে, মহামারী প্রতিরোধে চীনের সফল অভিজ্ঞতা রয়েছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস অনেক খেলোয়াড় ও দর্শকের জন্য গুরুত্বপূর্ণ। তাই বিশ্বের বিভিন্ন দেশের মানুষ টেলিভিশনের মাধ্যমে সুন্দর ও চমত্কার প্রতিযোগিতা উপভোগ করবে বলে আশা করেন তিনি।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)