বিভিন্ন তথ্যমাধ্যমে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলনের’ সমালোচনা
2021-12-12 18:51:31

ডিসেম্বর ১২: সম্প্রতি বেশকিছু আন্তর্জাতিক তথ্যমাধ্যম যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলনের’ সমালোচনা করেছে।  

এসব তথ্যমাধ্যমে বলা হয়েছে, মার্কিন স্টাইলের গণতন্ত্র অকার্যকর প্রমাণিত হয়েছে এবং বার বার এতে সমস্যা দেখা যাচ্ছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নিজেকে প্রধান গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে, যা অগ্রহণযোগ্য। আসলে দেশটি গণতন্ত্রের মূল্যবোধ থেকে অনেক দূরে আছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্ট্রিস্ট ম্যাগাজিন “যখন তোমার গণতন্ত্র মরে যাচ্ছে, তখন কিভাবে ‘গণতন্ত্র সম্মেলন’ আয়োজন করতে পারো?” শীর্ষক এক প্রবন্ধে এ ধরনের সম্মেলন আয়োজনের যোগ্যতা যুক্তরাষ্ট্রের আছে কি না, এ প্রশ্ন তোলা হয়েছে।  

বিভিন্ন তথ্যমাধ্যমে যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘গণতন্ত্র সম্মেলনের’ সমালোচনা_fororder_微信图片_20211212185049

যুক্তরাষ্ট্রের ফরেন পলিসি ম্যাগাজিন সম্প্রতি ‘বাইডেনের গণতন্ত্র সম্মেলনে যার অভাব প্রকট’ শীর্ষক প্রবন্ধ প্রকাশ করেছে। এতে সরাসরি বলা হয়েছে, ‘গণতন্ত্র সম্মেলনে’ জনগণের শক্তির অভাব প্রকট। (শুয়েই/আলিম/লিলি)