‘বেইজিং শীতকালীন অলিম্পিক বৈশ্বিক ক্রীড়ায় নতুন যুগের সূচনা করবে’
2021-12-12 16:13:26

‘বেইজিং শীতকালীন অলিম্পিক বৈশ্বিক ক্রীড়ায় নতুন যুগের সূচনা করবে’_fororder_冬奥

ডিসেম্বর ১২: দশম অলিম্পিক শীর্ষ সম্মেলন গতকাল (শনিবার) অনলাইনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের ইস্তাহারে বলা হয়েছে, ‌আসন্ন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস বৈশ্বিক শীতকালীন ক্রীড়ার ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করবে।

এতে বলা হয়, শীর্ষ সম্মেলন দৃঢ়ভাবে অলিম্পিক আন্দোলন ও খেলাধুলার ‘রাজনীতিকরণের’ বিরোধিতা করে এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, অলিম্পিক গেমস ও সমগ্র অলিম্পিক আন্দোলনে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার ওপর গুরুত্ব দেয়।

ইস্তাহারে আরও বলা হয়, তুষার ও বরফ ক্রীড়ায় অংশ নিতে ৩০ কোটি মানুষকে উত্সাহ দেওয়াসংক্রান্ত চীনের প্রস্তাবটি বিশ্বের শীতকালীন ক্রীড়াকে নতুন পর্যায়ে উন্নীত করবে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাখ এবং কমিটির চার জন ভাইস-প্রেসিডেন্টসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবারের শীর্ষসম্মেলনে অংশ নেন। শীর্ষসম্মেলনে তারা বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজসংক্রান্ত রিপোর্ট শোনেন। (লিলি/আলিম/শুয়ে)