চীন-আসিয়ান থিঙ্কট্যাক্স পর্যায়ের ফোরাম অনুষ্ঠিত
2021-12-12 17:40:33

ডিসেম্বর ১২: চীন-আসিয়ান থিঙ্কট্যাঙ্ক পর্যায়ের ফোরাম গতকাল (শনিবার) অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হয়। ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: ‘ঐক্য, সহযোগিতা, ও উন্নয়নে ফোকাস: যৌথভাবে চীন-আসিয়ান সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া’।

আসিয়ানভুক্ত দশটি দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আসিয়ান সচিবালয়ের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে প্রায় ২০০ লোক অংশগ্রহণ করেন।

চীনের প্রতিনিধি ওয়াং চিয়া রুই ফোরামে বলেন, চীন ও আসিয়ানের মধ্যে সংলাপের সম্পর্ক স্থাপনের পর বিগত ৩০ বছরে দ্বিপক্ষীয় সম্পর্কের অনেক উন্নতি ঘটেছে। বর্তমানে চীন ও আসিয়ানের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বের নতুন পর্যায়ে প্রবেশ করেছে। বেইজিং চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলতে চায়। (লিলি/আলিম/শুয়ে)