যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত
2021-12-12 16:26:01

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng1

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng3

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng5

ডিসেম্বর ১২: স্থানীয় সময় শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ৬টি রাজ্যে অন্তত ৩০টি টর্নেডো আঘাত হানে। এতে শতাধিক লোক নিহত হন।

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng6

মার্কিন তথ্যমাধ্যমের খবরে প্রকাশ, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, কেনটাকি, টেনেসি এবং মিসৌরি রাজ্যে টর্নেডো আঘাত হানে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng4

স্থানীয় সময় শনিবার পর্যন্ত টর্নেডোয় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের ৩ লাখ ৩০ হাজারের বেশি বাড়িঘরের বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন ছিল। মার্কিন রাষ্ট্রীয় আবহাওয়া ব্যুরো শুক্রবার টর্নেডোর পূর্বাভাস দেওয়ার সময় বলেছিল যে, আড়াই কোটি মানুষ এতে প্রভাবিত হবে।

যুক্তরাষ্ট্রের ৬টি রাজ্যে ৩০টি টর্নেডোর আঘাত; শতাধিক নিহত_fororder_feng2

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা সম্ভবত বৃহত্তম টর্নেডো। এটি একটি বড় দুর্ঘটনা। এতে কতো লোক নিহত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণইবা কী—তা নিরূপণ করতে সময় লাগবে। (শুয়েই/আলিম/লিলি)