স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে চীন বিশ্বের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে: সিএমজি সম্পাদকীয়
2021-12-12 15:44:21

স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে চীন বিশ্বের জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করবে: সিএমজি সম্পাদকীয়_fororder_rui

ডিসেম্বর ১২: ৮ থেকে ১০ ডিসেম্বর চীনে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বার্ষিক অর্থনৈতিক কর্ম-সম্মেলন বেইজিংয়ে আয়োজিত হয়। বেশকিছু আন্তর্জাতিক তথ্যমাধ্যম তাদের এ সংক্রান্ত প্রবন্ধে ‘স্থিতিশীল’ শব্দটি ব্যবহার করেছে।

প্রতিবছরের এই সম্মেলনকে পরের বছরের জন্য চীনের অর্থনৈতিক নীতি প্রণয়নের গুরুত্বপূর্ণ সম্মেলন হিসেবে বিবেচনা করা হয়। এবারের সম্মেলনে স্পষ্টভাবে বলা হয়েছে, আগামী বছরের অর্থনৈতিক কাজের প্রধান নীতি হলো ‘স্থিতিশীলতা’।

আসলে ঠিক স্থিতিশীল উন্নয়নের নীতির কারণেই চলতি বছর চীনের অর্থনীতিতে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। বছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৯.৮ শতাংশ। আর প্রথম দশ মাসে দেশের শিল্প-প্রতিষ্ঠানগুলোর মুনাফা বেড়েছে গত বছরের একই সময়ের তুলনায় ৪২.২ শতাংশ। বছরের প্রথম দশ মাসে ভোগ্যপণ্যের খুচরা বিক্রির পরিমাণও আগের বছরের একই সময়ের তুলনায় ১৪.৯ শতাংশ বেশি ছিল। আর এভাবেই চীনের চতুর্দশ পাঁচসালা পরিকল্পনা বাস্তবায়নের পথে শুভ সূচনা হয়েছে বলা চলে।

চীন বরাবরই এই প্রতিশ্রুতি দিয়ে আসছে যে, সে তার দরজা বিদেশিদের জন্য আরও উন্মুক্ত করবে এবং নিজের উন্নয়নের সুফল বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও ভাগাভাগি করবে। বস্তুত, ভবিষ্যতেও চীন স্থিতিশীল উন্নয়নের মাধ্যমে বিশ্বের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করে যাবে।

গত শনিবার ছিল চীনে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার ২০তম বার্ষিকী। গত ২০ বছরে চীনের অর্থনীতি বিশ্বে ষষ্ঠ থেকে দ্বিতীয় স্থানে উন্নীত হয়েছে। বিশ্বের অর্থনীতিতে বর্তমানে চীনের অবদান প্রায় ৩০ শতাংশ।

ভবিষ্যতেও চীন বহুপক্ষবাদে অবচিল থাকবে, উচ্চমানের উন্মুক্তকরণ অব্যাহত রাখবে এবং এর মাধ্যমে নিজের ও বিশ্বের উন্নয়নে রাখবে ইতিবাচক ভূমিকা। (শুয়েই/আলিম/লিলি)