সপ্তম গ্লোবাল চায়না ডায়ালগ ফোরামে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারের ওপর গুরুত্বারোপ
2021-12-12 17:25:24

ডিসেম্বর ১২: সপ্তম গ্লোবাল চায়না ডায়ালগ ফোরামে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। গত শুক্রবার লন্ডনের ব্রিটিশ একাডেমি অফ সোশাল সায়েন্সে এ ফোরাম অনুষ্ঠিত হয়। বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অনলাইন ও অফলাইনে এতে অংশগ্রহণ করেন।  

ফোরামের উদ্যোক্তা যুক্তরাজ্যের গ্লোবাল চায়নিজ একাডেমি জানায়, ফোরামে সমাজ ও পরিবেশ, ডিজিটাল নিরাপত্তা ও ভূরাজনীতি, ব্যক্তিগত পরিচয় ও সাংস্কৃতিক পরিচয়, এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। চীন, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও জার্মানিসহ বেশ কয়েকটি দেশের অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন ও নভেল করোনাভাইরাস মহামারীসহ বিভিন্ন সমস্যা নিয়েও মতবিনিময় করেন এবং বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে নিজ নিজ প্রস্তাব উত্থাপন করেন।

ব্রিটেনে চীনা দূতাবাসের মিনিস্টার ইয়াং সিও কুয়াং ভিডিও-লিঙ্কের মাধ্যমে বলেন, বিশ্ব এখন বড় পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এসময় চীন সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ এবং বৈশ্বিক শাসনব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলার পক্ষে।

তিনি আরও বলেন, চীন ও ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং বিশ্বের প্রধান দুইটি অর্থনৈতিক সত্তা। দু’দেশের উচিত পারস্পরিক সংলাপ ও সহযোগিতা জোরদার করে মহামারীর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব বিজয় অর্জন করা, বৈশ্বিক শাসনব্যবস্থা পূর্ণাঙ্গ করে তোলা, এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ অব্যাহত রাখা। (লিলি/আলিম/শুয়ে)