হাইনান অবাধ বাণিজ্যবন্দরের নির্মাণকাজ এগিয়ে নিতে হবে: হান চেং
2021-12-11 18:26:10

ডিসেম্বর ১১: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও দেশের উপ-প্রধানমন্ত্রী হান চেং বলেছেন, হাইনান অবাধ বাণিজ্যবন্দরের নির্মাণকাজ এগিয়ে নিতে হবে। তিনি গতকাল (শুক্রবার) হাইনানে সার্বিক সংস্কার ও উন্মুক্ততা গভীরতর করাসম্পর্কিত এক সভায় এ কথা বলেন।

তিনি বলেন, হাইনান অবাধ বাণিজ্যবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়ার পর থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ সাধারণ সম্পাদক সি’র নির্দেশনা অনুসারে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা দ্রুত গড়ে উঠছে এবং হাইনান অবাধ বাণিজ্যবন্দরের নির্মাণকাজ সুষ্ঠুভাবে চলছে।

এসময় হান চেং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। (লিলি/আলিম/শুয়ে)